আসসালামু আলাইকুম লাইলাতুল কদরের দোয়া আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ’ পড়বো? তিনি বলেনঃ তুমি বলবে, "হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও"। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৮৫০ হাদিসের মান: সহিহ হাদিস